টিসিএস-এর মতো কোম্পানির ভাল ফলও তুলতে পারল না বাজারকে। মঙ্গলেও অমঙ্গলের অশনি সংকেত দেখল দালাল স্ট্রিট।
দিনের শেষে বড় ধস দেখা গেল নিফটি,সেনসেক্সে। বিশ্ব বাজারের মন্দার আবহে বিক্রির দিকেই ঝুঁকল ভারতীয় শেয়ার বাজার।
আজ ট্রেডিং শেষে মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স 844 পয়েন্ট কমে 57,147 পয়েন্টে বন্ধ হয়েছে।
একই অবস্থা হয়েছে নিফটির। মার্কেট বন্ধের সময় 257 পয়েন্ট কমে 16,983 দৌড় থামায় নিফটির সূচক।নিফটি এবার 17,000 পয়েন্টের নিচে নেমে গেছে।
স্মল ক্যাপ সূচক ও মিড ক্যাপ সূচকও পতনের সঙ্গে বন্ধ হয়েছে।নিফটির 50টি স্টকের মধ্যে, মাত্র 3টি স্টক লাভের সঙ্গে বন্ধ হয়েছে।
শেয়ারবাজারে আজ সীমিত পরিসরে লেনদেন হয়েছে। আজ বাজার খোলার আগে SGX নিফটি লালে ছিল।
DIVIS LAB 3,500.25 -5.05
JSW STEEL 640.40 -3.84
INDUSIND BK 1,164.80 -3.76
EICHER MOT 3,408.00 -3.50
NESTLE IND 18,525.00 -3.11