অর্থবর্ষের শেষদিনে দুরন্ত গতি দেখাল বাজার। নিফটি , সেনসেক্সে বড় লাফ।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জেরে আজ এই বিশাল গতি ধরতে পরেছে দালাল স্ট্রিট, সঙ্গ দিয়েছে আরও হেভিওয়েট স্টক।

আজকের ট্রেডিং শেষে, বিএসই সেনসেক্স 1031 পয়েন্ট বেড়ে 58,991 পয়েন্টে পৌঁছেছে।

যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 279 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 17,359 পয়েন্টে বন্ধ হয়েছে।

মার্কিন মন্দার বাজারেও আজ বাজারের গতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিশ্বের অর্থনীতিকে।

অনকেই ভেবেছিল মার্কিন মুলুকে একের পর একে ধস সমস্যায় ফেলবে ভারতের অর্থনীতিকে। ইতিমধ্যেই প্রত্যেকটি ব্যাঙ্ককে সতর্ক থাকতে বলেছে RBI

আজ রাম নবমীর ছুটির পরদিন একেবারে দুরন্ত গতি দেখিয়েছে বাজার।ভারতীয় স্টক এক্সচেঞ্জে আস্থা রেখেছেন বিনিয়োগকারীরা।

আজ বেড়েছে RELIANCE 2330.95 4.31
NESTLEIND 19680 3.29
INFY 1425.7 3.05
ICICI BANK 876.9 3.04
TATA MOTORS 421 2.88

আজ কমেছে APOLLO HOSP 4306.2 -1.30
SUN PHARMA 982.2 -0.98
ADANI PORTS 631.95 -0.74
ASIANPAINT 2764 -0.23
BAJFINANCE 5615 -0.18

Thanks for Reading. UP NEXT

বেয়ার মার্কেটে দারুণ গতি দেখিয়েছে এই ৫ স্টক, পতন হল এই শেয়ারগুলির

View next story