আশাহত করল না নিফটি, সেনসেক্স। সোমবার সপ্তাহের শুরুতেই ৬১,০০০-এর ওপরে চলে গেল বাজার।

আজ ভারতীয় পুঁজিবাজারে 'বুল রান' অব্যাহত। এদিন সপ্তাহের প্রথম ট্রেডিং ডে-তে দারুন গতিতে বন্ধ হয়েছে স্টক মার্কেট।

লেনদেনের শেষে ২৩৯ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ৬১,১৮৯ পয়েন্টে বন্ধ হয়েছে সেনসেক্স।

যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৮৪ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ১৮,১৯৯ পয়েন্টে বন্ধ হয়েছে।

বাজারে আজ ফার্মা, ভোগ্যপণ্য ও স্বাস্থ্য পরিষেবা খাত ছাড়া বাকি সব সেক্টরের শেয়ারে বড়সংখ্যক লেনদেন হয়েছে।

ব্যাঙ্ক নিফটি, নিফটি আইটি, নিফটি অটো, নিফটি এফএমসিজি, মেটাল, শক্তির মতো সেক্টরগুলিতে দুর্দান্ত লাভ দেখা গেছে।

নিফটির 50টি শেয়ারের মধ্যে 36টি শেয়ার বেড়েছে। 14টি শেয়ার পতনের সঙ্গে বন্ধ হয়েছে।

মঙ্গলবার বন্ধ মার্কেট, শুক্রের মধ্যেই সর্বকালের সেরা উচ্চতায় নিফটি ?

আজ বেড়েছে এই স্টকগুলি

BRITANNIA 4,125.00 8.43 31,42,443
SBIN 613.80 3.34 4,42,65,903
ADANI ENT 3,953.35 3.13 59,85,652
BPCL 309.60 2.74 38,66,221
EICHER MOT 3,761.00 2.57 5,05,944

আজ কমেছে এই স্টকগুলি

DIVIS LAB 3,419.00 -8.74 28,60,839
ASIAN PAINT 3,106.85 -2.34 16,69,943
CIPLA 1,129.45 -1.45 20,06,468
SUN PHARMA 1,026.00 -1.34 28,53,521
ADANI PORTS 851.60 -1.31 79,95,787