ভারত ও হংকংয়ের বিরুদ্ধে দুই ম্যাচেই বেশ ভাল বোলিং করেছেন পাকিস্তানের বাঁ-হাতি লেগ স্পিনার মহম্মদ নওয়াজ

দুই ম্যাচে তিনটি করে উইকেট নেওয়ার সুবাদে তিনিই চলতি এশিয়া কাপের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক

আফগানিস্তান চলতি এশিয়া কাপের দুই ম্যাচেই দাপুটে মেজাজে জয় পেয়েছে, যার মূলে রয়েছে দলের বোলিং

আফগান তারকা মোট পাঁচ উইকেট নিয়ে বর্তমানে এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক

একমাত্র ভারতীয় বোলার হিসাবে এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার

ভুবনেশ্বরও পাঁচ উইকেট নিয়েছেন, তবে তাঁর ইকোনমি ও বোলিং গড় মুজিবের থেকে বেশি

ভুবনেশ্বরের পরে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শাদাব খান

তিনি হংকংয়ের বিরুদ্ধেই চার উইকেট নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন

তালিকায় পঞ্চম স্থানে আরও এক পাকিস্তানি বোলার নাসিম শাহ

ভারত ও হংকং, উভয় ম্যাচেই দুইটি করে উইকেট নিয়ে বেশ প্রভাবিত করেছেন নাসিম