মুক্তি পেল কঙ্গনা রানাউন সঞ্চালিত 'লক আপ'-এর ট্রেলার। ওটিটিতে রিয়েলিটি শো নিয়ে আসতে চলেছেন প্রযোজক একতা কপূর। সম্প্রতি তিনি ঘোষণাও করেছেন তাঁর নতুন অনুষ্ঠানের নাম। 'লক আপ' সঞ্চালনার দায়িত্বে অভিনেত্রী কঙ্গনা রানাউত 'লক আপ' অনুষ্ঠানটি অল্ট বালাজী এবং এমএক্স প্লেয়ার দুই অনলাইন প্ল্যাটফর্মেই দেখতে পাওয়া যাবে। একতার কথায় এই অনুষ্ঠানটি 'সত্য ও বিতর্কে ভরপুর' হবে। একতা ইতিমধ্যেই জানিয়েছেন ১৬ জন তারকা প্রতিযোগী থাকবেন এই অনুষ্ঠানে যাঁদের লক আপে আটকে রাখা হবে কঙ্গনা সঞ্চালক হিসেবে ওই ১৬ জন প্রতিযোগীর ভাগ্য নির্ধারণ করবেন একতা বলেন, 'এটি কঙ্গনার লক আপ। ও দায়িত্বে থাকবে।' মজা করে একতা বলেন, 'ওর নামে বেশ কিছু এফআইআর হয়েছে এতদিন। এবার ও নিজেও কিছু FIR দায়ের করতে পারবে।' ২৪ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে লক আপ