কেন সোনা এত ভালবাসতেন বাপি লাহিড়ি?
মা সোনার হার উপহার দেওয়ার পরেই প্রথম ব্লকবাস্টার ‘জখমি’
স্ত্রী সোনার হার উপহার দেওয়ার পরেও একাধিক গান হিট হয়
জন্মদিনে মেয়ের কাছ থেকেও সোনার হার উপহার পান বাপি লাহিড়ি
বাপি লাহিড়ির কাছে সাতটি সোনার হার ছিল
বাপি লাহিড়ির প্রতিটি সোনার হারে একজন করে দেবতার লকেট আছে
গয়নার এত বেশি ওজন, সেগুলি নিয়ে বিদেশে যেতে পারতেন না বাপি লাহিড়ি
একটি প্রতিবেদনে জানা যায়, বাপি লাহিড়ির মোট সম্পত্তি ২২ কোটি টাকার
বলিউডের ছবিতে একেকটি গানের জন্য নিতেন ৮ থেকে ১০ লক্ষ টাকা করে
বিএমডব্লু, অডি, টেসলা এক্সের মতো বিলাসবহুল গাড়িও আছে প্রয়াত সঙ্গীতশিল্পীর