বিয়ের মরসুম শুরু হয়েছে। তার জন্য বহু পরিকল্পনা। তারই মধ্য়ে একটি হনিমুনের প্ল্যান।



অনেকসময় ছুটির অভাবে বিয়ের পরপরই হনিমুন হয় না। পরে ছুটি মেলে, তাই স্পেশাল প্ল্যানও পরেই হয়।



যাঁদের হনিমুনে বিদেশ যাওয়ার ইচ্ছে, কিন্তু বাজেট সীমিত, তাদের জন্যও রয়েছে উপায়।



এশিয়ার মধ্যেই এমন কিছু দেশ রয়েছে, যার খরচ নাগালের মধ্যে। সময় কম লাগে এবং ভিসা লাগবে না।



ভিসার জন্য সময় এবং অর্থ দুটোই খরচ হয়। এই দেশগুলিতে ভিসা না লাগায়, অনেকটা টাকাই বাঁচবে



তালিকায় রয়েছে মালয়েশিয়া। ১ ডিসেম্বর থেকে এখানে যেতে ভিসা লাগবে না ভারতীয়দের। ৩০ দিনের জন্য ভিসা-ফ্রি এন্ট্রি



শ্রীলঙ্কাতেও রয়েছে একই সুবিধা। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এদেশে পা রাখতে ভারতীয় পর্যটকদের ভিসা লাগবে না।



তাইল্যান্ডেও ৩০ দিনের জন্য ভিসা ছাড়া পা রাখতে পারবেন ভারতীয়রা। সময়সীমা ২০২৪ সালের ১০ মে।



দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে অসাধারণ।



ইতিহাস, সমুদ্র সৈকত থেকে প্রাকৃতিক সৌন্দর্য সব রয়েছে ভিয়েতনামে। এখানেও ভিসা ফ্রি এন্ট্রি পাবেন ভারতীয়রা