Image Source: ছবি: PTI

ত্রিপুরায় পুরোদমে শুরু আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার।

Image Source: ছবি: PTI

সোমবারই ত্রিপুরায় গিয়েছেন মুখ্যমন্ত্রী। একইদিনে ত্রিপুরায় অমিত শাহ।

Image Source: ছবি: PTI

ত্রিপুরায় একই দিনে অমিত শাহের দুটি জনসভা ছিল।

Image Source: ছবি: PTI

দুটি সভা থেকেই আগাগোড়া অমিত শাহের নিশানায় ছিল বামেরা। নিশানা তিপ্রা মোথাকেও।

Image Source: ছবি: PTI

অমিত শাহ বলেন, 'তিপ্রা মোথার সঙ্গে কংগ্রেস ও সিপিএমের গোপন বোঝাপড়া রয়েছে।'

Image Source: ছবি: PTI

শাহের দাবি, 'তিপ্রা মোথাকে ভোট দেওয়া মানে সিপিআইএম-কে ভোট দেওয়া।'

Image Source: ছবি: PTI

উন্নয়ন অস্ত্রেও বাম ও কংগ্রেসকে নিশানা করেছেন অমিত শাহ।

Image Source: ছবি: PTI

এবার ত্রিপুরাতে জোর লড়াইয়ে নেমেছে তৃণমূল

Image Source: ছবি: PTI

কিন্তু গোটা সভায় তৃণমূলের নাম করতে শোনা যায়নি অমিত শাহকে।

Image Source: ছবি: PTI

অমিত শাহের দুটি সভাতেই ভিড় উপচে পড়েছিল। বহু কর্মী-সমর্থক এসেছিলেন শাহি-সভায়।