কোনও সমস্যাই তাঁকে দমাতে পারেনি। মনের জোর আর অধ্যবসায় তাঁকে এনে দিয়েছে সাফল্য। মেয়েদের স্প্রিন্ট ট্রায়াথলনে রেকর্ড তৈরি করেছেন ইংলন্ডের এই বছর পয়ত্রিশের জেড কিংডম। তিনিই প্রথম ডাউন সিনড্রোমে আক্রান্ত মহিলা, যিনি এই রেকর্ডের কারণে জায়গা পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। সাঁতার, সাইক্লিং এবং দৌড়নো নিয়ে হয় এই ইভেন্ট। এই তিনটি মিলিয়ে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব ২ ঘণ্টা ৩৯মিনিট ৫৫ সেকেন্ডে শেষ করেছেন জেড। গিনেস রেকর্ড জানাচ্ছে, এই রেকর্ডের পাশাপাশি চ্যারিটির জন্য ২০ হাজার পাউন্ডও সংগ্রহ করেছেন তিনি। এর আগে ডাউন সিনড্রোমে আক্রান্ত ক্রিস নিকিক পুরুষদের মধ্যে প্রথম হিসেবে এমন রেকর্ড তৈরি করেন। তিনিই জেডের অনুপ্রেরণা। ইন্সটাগ্রামে নিজের সাফল্যের কথা শেয়ার করেছেন জেড, নিজের খুশির কথাও বলেছেন। ট্রায়াথলনের মধ্যে তাঁর সবচেয়ে বেশি পছন্দ সাঁতার, নিজেই জানিয়েছেন সেকথা। ভবিষ্যতে আরও ইভেন্টে নেমে সফল হতে চান জেড, সেই কারণে চলছে প্রস্তুতিও।