সকাল ১১টায় বাজেট পেশ শুরু অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। তার আগে নজরে বাজেটের একাধিক খুঁটিনাটিতে সাধারণত সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভাতে বাজেট পেশ করা হয়। বাজেট (Budget)- কথাটি এসেছে ফরাসি শব্দ 'bougette' থেকে, যার অর্থ ছোট ব্যাগ। সাধারণ বাজেট মূলত ২টি ভাগে হয়। একটি Annual Financial Statement এবং অন্যটি Demand for Grants অর্থমন্ত্রী থাকাকালীন মোরারজী দেশাই ১০ বার বাজেট পেশ করেছিলেন। ৯০-এর দশকে এবং ২০০০ সাল থেকে অর্থমন্ত্রী থাকাকালীন মোট ৯ বার বাজেট পেশ করেছেন পি চিদাম্বরম। দীর্ঘদিন ভারতের অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন প্রণব মুখোপাধ্যায়। তিনি মোট ৮টি বাজেট পেশ করেছিলেন। প্রধানমন্ত্রীর পদে বসার আগে অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন মনমোহন সিং। তিনি ৬ বার বাজেট পেশ করেছিলেন। ১৯৯৯ সাল পর্যন্ত ব্রিটিশ নিয়ম অনুসারে বাজেট পেশ হত ফেব্রুয়ারির শেষ কর্মদিবসে বিকেল ৫টায়। যশবন্ত সিনহার বদলান এই নিয়ম। আবারও বদল হয় প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির হাত ধরে। ২০১৭ সালে পয়লা ফেব্রুয়ারিতে বাজেট পেশ করেন তিনি।