Image Source: PTI/ Getty

সকাল ১১টায় বাজেট পেশ শুরু অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের।

Image Source: PTI/ Getty

তার আগে নজরে বাজেটের একাধিক খুঁটিনাটিতে

Image Source: PTI/ Getty

সাধারণত সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভাতে বাজেট পেশ করা হয়।

Image Source: PTI/ Getty

বাজেট (Budget)- কথাটি এসেছে ফরাসি শব্দ 'bougette' থেকে, যার অর্থ ছোট ব্যাগ।

Image Source: PTI/ Getty

সাধারণ বাজেট মূলত ২টি ভাগে হয়। একটি Annual Financial Statement এবং অন্যটি Demand for Grants

Image Source: PTI/ Getty

অর্থমন্ত্রী থাকাকালীন মোরারজী দেশাই ১০ বার বাজেট পেশ করেছিলেন।

Image Source: PTI/ Getty

৯০-এর দশকে এবং ২০০০ সাল থেকে অর্থমন্ত্রী থাকাকালীন মোট ৯ বার বাজেট পেশ করেছেন পি চিদাম্বরম।

Image Source: PTI/ Getty

দীর্ঘদিন ভারতের অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন প্রণব মুখোপাধ্যায়। তিনি মোট ৮টি বাজেট পেশ করেছিলেন।

Image Source: PTI/ Getty

প্রধানমন্ত্রীর পদে বসার আগে অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন মনমোহন সিং। তিনি ৬ বার বাজেট পেশ করেছিলেন।

Image Source: PTI/ Getty

১৯৯৯ সাল পর্যন্ত ব্রিটিশ নিয়ম অনুসারে বাজেট পেশ হত ফেব্রুয়ারির শেষ কর্মদিবসে বিকেল ৫টায়। যশবন্ত সিনহার বদলান এই নিয়ম।

Image Source: PTI/ Getty

আবারও বদল হয় প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির হাত ধরে। ২০১৭ সালে পয়লা ফেব্রুয়ারিতে বাজেট পেশ করেন তিনি।