বলিউড অভিনেত্রী পত্রলেখা পাল। তাঁর আর এক পরিচয় তিনি রাজকুমার রাওয়ের স্ত্রী 'সিটিলাইটস' ছবি দিয়ে বলিউডে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন পত্রলেখা পাল সেই ছবিতেই রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী কমার্স নিয়ে পড়াশোনা করেও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন পত্রলেখা পালের বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্টে একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন পত্রলেখা পাল শুধু অভিনয় করতেই পছন্দ করেন না, তিনি সিনেমা দেখতেও খুবই ভালোবাসেন বাস্কেটবল, সাঁতারের পাশাপাশি ঘোড়ায় চড়াতেও দক্ষ পত্রলেখা অভিনেত্রীর শিলংয়ের বাড়িতে আটটি পোষ্য সারমেয় রয়েছে পত্রলেখা পাল শুধুমাত্র একজন ভালো অভিনেত্রীই নন, একজন প্রশিক্ষণপ্রাপ্ত ক্লাসিকাল ডান্সারও