সার্বিয়ার মডেল-অভিনেত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচ



হার্দিক পাণ্ড্যর সঙ্গে প্রথম দর্শনেই প্রেম



মাত্র ৩ বছর বয়স থেকে নাচ শিখতে শুরু করেছিলেন



নাচ নিয়েই উচ্চশিক্ষা, স্নাতকও হন বেলগ্রেডের স্কোলা ইগরে আশেন আতালিজাঙ্ক বিশ্ববিদ্যালয় থেকে



দীর্ঘ ১৭ বছর নাচ শিখেছেন নাতাশা



মুম্বইয়ে এসে বিজ্ঞাপনের মডেল হিসাবে কাজ শুরু



অভিনয়ও করেছেন বেশ কিছু সিনেমা ও ওয়েব সিরিজে



ব়্যাপার বাদশার জনপ্রিয় ‘ডিজে ওয়ালে বাবু’ গানের মিউজ়িক ভিডিওতে দেখা গিয়েছিল



উদ্যোগপতি ও প্রাক্তন মডেল স্যাম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে জড়ান নাতাশা



হার্দিকের সঙ্গে বিয়ের আগে নাচ বলিয়ে ডান্স রিয়ালিটি শোয়ের পার্টনার আলি গনির সঙ্গেও প্রেম করেছেন (ছবি-নাতাশার ফেসবুক)