UPSC - ২০২২ এ সেরা শীর্ষ চার কন্যার এক জন উমা। এবার সফলদের তালিকায় উমা রয়েছেন তৃতীয় স্থানে উমা পাঁচবারের চেষ্টায় সফল হয়েছেন। আর একেবারে গোটা দেশে অধিকার করেছেন তৃতীয় স্থান।
উমার বার্তা, একবার অকৃতকার্য হওয়া মানেই সব শেষ নয়। লক্ষ্যে স্থির থাকলে স্বপ্ন ধরা দেবেই। একাগ্রতা পাথেয় করে লক্ষ্যের দিকে এগোলে যে কেউ UPSC-তে সফল হতে পারে।
এক-আধবার নয়। চারবার পরীক্ষায় বসেও কিছু করতে পারেননি উমা। পাঁচবারের বার দেশের সফলদের তালিকায় একেবারে প্রথমের দিকে তুলে ফেলেন নিজের নাম।
ক্লাস থ্রি থেকে ক্লাস টেন। হায়দরাবাদের ভারতীয় বিদ্যা ভবনে পড়েছেন উমা হারাথি। পরে ইন্টারমিডিয়েট পড়েন ব্রিজ কলেজে। সেখানে রাজ্যস্তরের মেধা তালিকাতেও ছিল তাঁর নাম। পরে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যান IIT।
চারবার পরীক্ষায় বসেন, ব্যর্থ হন। প্রতিবারই নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছেন উমা। নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। আর ঘুরে দাঁড়িয়েছেন নতুন করে। উমার কথায়, ফেল তো হতেই পারে, নিজের উপর আস্থা থাকলে আশাহত হওয়ার কথা নয়।
উমা হারাথি তেলাঙ্গানার মেয়ে। বাবা নারায়ণপেট জেলার পুলিশ সুপার। এন বেঙ্কটেশ্বরালু। মেয়ে যাবতীয় সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন বাবাকেই। তথ্য, বইপত্র তো অনলাইনে মেলে, কিন্তু আবেগের সঙ্গ দিতে পরিবারকে দরকার। তা অনলাইনে মেলে না।
উমা বলছেন, ছেলে হোক বা মেয়ে। স্বপ্ন পূরণে পরিবার, পরিবারের সমর্থনটা খুবই জরুরি। এই পরীক্ষার জন্য প্রয়োজন সময়োপযোগী পারিবারিক সমর্থন।
উমার কথায়, যতটুকু দরকার ঠিক ততটুকুই পড়াশোনা আর অসংখ্যবার অনুশীলন। প্রতিযোগিতামূলক পরীক্ষা তাই অনুশীলনও হতে হবে সেই মাত্রায়। তৈরি করতে হবে নিজের স্ট্র্যাটেজিও।
উমা বলেন, কমবয়সীদের হতাশ হয়ে ভেঙে পড়া উচিত নয়। নিজের উদাহরণ দেন তিনি। বলেন, নিজের সিভিল সার্ভিস প্রস্তুতি চলাকালীন অনেক ব্যর্থতা দেখেছেন।
সিভিল সার্ভিস প্রত্যাশীদের অভিভাবকদের উদ্দেশে উমার বার্তা, ছেলেমেয়ের স্বপ্ন পূরণে পাশে থাকুন। তাকে, তার ক্ষমতার উপর আস্থা রাখুন।