ত্বক পরিচর্চার জন্য বিভিন্ন উপায় বেছে নিয়ে থাকি আমরা। যার মধ্যে অন্যতম শসা।

শসায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, ক্যাফিক অ্যাসিড। যা ত্বককে ভাল রাখে।

ত্বক পরিচর্চায় কেন ব্যবহার করবেন শসা? রইল কয়েকটি কারণ।

প্রদাহ দূর করে। শসা ত্বককে ঠান্ডা রাখে। ত্বকের লাল ভাব দূর করে। যা সংবেদনশীল ত্বকের জন্য উপকারী।

ত্বককে সতেজ রাখে। শসা মুখে প্রতিদিন ব্যবহার করলে ত্বককে সজেত রাখে। একইসঙ্গে ত্বককে ময়শ্চারাইজ করে।

ডার্ক সার্কেল দূর করে। এতে রয়েছে প্রদাহ দূর করার উপাদান। চোখের ফোলা ভাব এবং ডার্ক সার্কেল দূর করে।

যে কোনও ধরণের ত্বকে ব্যবহার করা যায় শসা।

প্রতিদিন শসার ব্যবহার করে ত্বকের শুষ্কতা কমে। জেল্লাও বাড়ে।