ত্বক এবং চুলের পরিচর্চায় অ্যাপ্রিকট তেলের জুড়ি মেলা ভার। অ্যাপ্রিকট তেল ত্বক ময়শ্চারাইজ করে। এই তেল এতটাই হালকা হয় যে দ্রুত ত্বকের সঙ্গে মিশে যায়। এই তেল ব্যবহারে মুখে জেল্লা বাড়ে। এই তেলে উপস্থিত ভিটমিন E, জেল্লা বাড়াতে সাহায্য করে। চুল পড়া রোধ করে চুল পড়া রোধ করে, পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করে। চুলের রুক্ষতা দূর করে। চুলকে ময়শ্চারাইজ করে সতেজ রাখে এই তেল। পাশাপাশি রুক্ষতা দূর করে। অকালে ত্বকে বয়সের ছাপ আসতে দেয় না এই তেল।