ত্বক পরিচর্চার প্রাথমিক শর্ত কী কী? ত্বকের ধরণের ভিত্তিতে মানতেই হবে কোন নিয়মগুলি?

যাঁরা প্রথমবার ত্বক পরিচর্চা শুরু করছেন রুটিন মেনে, তাঁদের পক্ষে বোঝা মুশকিল।

কিন্তু কেন প্রতিদিন ত্বক পরিচর্চার প্রয়োজন? ত্বকের উপরিভাগের ময়লা, মৃত কোষ নির্মূল করতে হবে। ত্বকের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার জন্য পরিচর্চায় নজর দিতে হবে।

ত্বক পরিচর্চার সময় মানতেই হবে এই নিয়মগুলি।

ত্বকের ধরণ কেমন সেটা মাথায় রেখে প্রোডাক্ট বেছে নিতে হবে।

ত্বক সংক্রান্ত কোনও বিষয়ে বুঝতে সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

ত্বক পরিচর্চার অনেক প্রোডাক্টে মাইক্রোপ্লাস্টিক থাকে। যাতে সমস্যা হতে পারে। দেখে নিতে হবে যেন প্রোডাক্ট হয় মাইক্রোপ্লাস্টিক বিহীন।

শীত, গ্রীষ্ম, বর্ষা- যে কোনও সময়ই রোদে বেরোনোর ক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

ন্যূনতম জিনিস ব্যবহারের মাধ্যমে ত্বক পরিচর্চা করতে হবে। যেমন, ক্লিনজার, টোনার, সিরাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন।

তবে ত্বক পরিচর্চার ক্ষেত্রে সময় খুব গুরুত্বপূর্ণ। হঠাৎ রুটিন মানা বন্ধ করে দিলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা।