ডাল সাধারণত খাবার হিসেবে ব্যবহার করা হয়। প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা যায় ডাল। যা বাঙালির অত্যন্ত প্রিয় খাবার।

তবে খাবার ছাড়াও ডালের আরও অনেক ব্যবহার। বিশেষত মুসুর ডাল ত্বক পরিচর্চায় কাজে লাগে।

কীভাবে ত্বক পরিচর্চায় ডাল ব্যবহার করবেন?

ত্বক উজ্জ্বল করে তুলতে পারে ডাল। সারারাত জলে ভেজানো ডাল পেস্ট করে তাতে ১ চামচ কাঁচা দুধ এবং পরিমাণমত বাদাম তেল মিশিয়ে নিতে হবে। তারপর ২০ মিনিট রেখে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করা যায়। এক চামচ বাটা মুসুর ডালের সঙ্গে অল্প পরিমাণে হলুদ এবং ৩ ফোঁটা নারকেল তেল দিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগাতে হবে। শুকিয়ে গেল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যায়। মুসুর ডালের গুঁড়ো এবং চালের গুঁড়োর সঙ্গে দুধ এবং বাদাম তেল মেশাতে হবে। ওই মিশ্রণ ভাল করে মুখে স্ক্রাব করতে হবে। এরপর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

শুষ্ক ত্বকের পরিচর্চায় ব্যবহার করা যায় ডাল। প্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে।

মৃত কোষের স্তর সরাতে সাহায্য করে। মসুর ডালের পেস্টের সঙ্গে অল্প করে দুধ মিশিয়ে যদি মুখে লাগানো যায়। সপ্তাহে দুদিন এই প্যাক ব্যবহার করা যায়।

মুখের দাগ দূর করতে সহায়ক। ১ চা চামচ মসুর ডালের পেস্টের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে মুখে লাগাতে হবে। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলতে হবে।

চটজলদি মসৃণ ত্বক পেতে ১ চা চামচ মসুর ডালের গুঁড়োর সঙ্গে বেসন এবং দই মেশাতে হবে এবং তার সঙ্গে যোগ করতে পারেন অল্প করে হলুদও। সব উপাদান মিশিয়ে মুখে লাগাতে হবে। শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিতে হবে।