প্রেমিক-যুগলরা ফেব্রুয়ারি মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। বসন্ত দোরগড়ায়। শুরু ভ্যালেন্টাইন উইক । আর ৯ ফেব্রুয়ারি এই উইকের তৃতীয় দিন
এই দিনটি চকোলেট ডে হিসেবে উদযাপিত হয়। সম্পর্কের পথে নবযাত্রায় প্রেমিক যুগল একে অপরের মিষ্টি মুখ করে থাকেন। বিবাহিতরা নিজেদের মতো করে দিনটি উদযাপন করেন।
আর এই দিনটি একে অপরকে শুভেচ্ছা জানানোরও একটি দিন। সঙ্গীকে সুন্দর সুন্দর বার্তাও পাঠান অনেকেই।
তবে শুধু প্রেমিক-প্রেমিকারাই নন, সঙ্গী ও বন্ধুদেরও চকোলেট ডে-তে শুভেচ্ছা, উদ্ধৃতি ও শুভকামনার বার্তা জানানো হয়। দেখে নেওয়া যাক-এমনই কিছু বার্তা।
‘তোমার সঙ্গে ভাগ করে খেলেই চকোলেট সবচেয়ে বেশি মিষ্টি লাগে। তোমাকে চকোলেট ডে-র শুভেচ্ছা’।
‘এই চকোলেটের প্যাকেটের মতোই মিষ্টি হয়ে উঠুক তোমার জীবন। আজ ও প্রতিদিন তোমার সঙ্গে থাকার আনন্দ শেয়ার করছি। চকোলেট ডে-র শুভেচ্ছা’।
‘এই চকোলেটগুলি তোমার খুশি আরও বাড়িয়ে তুলবে বলে আশা করছি। আর সবচেয়ে বড় কথা, তোমার মুখে মিষ্টি হাসি ফুটে উঠুক। চকোলেট ডে-র শুভেচ্ছা’।
‘যে কোনও দিনই চকোলেটের মতো আরামদায়ক আর কিছু নয়। আশা করছি, যখনই তোমার প্রয়োজন হবে, তোমার প্রতি আমার ভালোবাসা সেভাবেই ভরে তুলবে জীবন। আমরা একসঙ্গে যে সুখের মুহূর্তগুলি কাটিয়েছে, এই চকোলেটগুলি তোমাকে তা মনে করিয়ে দেবে বলেই আশা করছি। চকোলেট দিবসের শুভেচ্ছা’।
‘এই চকোলেটে যেমন মিষ্টি রয়েছে, তেমনি আমার জীবনে আনন্দ ও খুশি এনে দিয়েছে তুমি। আমার জীবন এত সুন্দর ও মধুর করে তোলবার জন্য ধন্যবাদ। চকোলেট দিবসের শুভেচ্ছা’।
‘সমস্ত খুশির মুহূর্তেই আমাদের চকোলেট প্রয়োজন। আর এই বিশেষ দিনটিতে বলতে চাই, আমার জীবন তোমার সঙ্গে শেয়ার করে নিতে আমার খুব ভালো লাগে। চকোলেট দিবসের শুভেচ্ছা’।