আজ জন্মদিনে জেনে নেওয়া যাক বরুণ ধবনের সম্পর্কে অজানা কিছু তথ্য দাদা রোহিতের সঙ্গে একেবারেই রাম-লক্ষণের মতো সম্পর্ক বরুণ ধবনের, দাদা পরিচালক হতে চাইলেও বরুণ চাইতেন অভিনেতা হতে বরুণ ধবনের বাবা তাঁদের হোম প্রোডাকশন থেকে ছেলেকে লঞ্চ করতে চাননি জানা যায়, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির শ্যুটিং চলাকালীন একবারও ছেলের সঙ্গে দেখা করতে সেটে যাননি বরুণ ধবনের বাবা বলিউডে অভিনেতা হিসেবে অনেক পরে আত্মপ্রকাশ হয়েছে বরুণ ধবনের, তিনি সহকারী পরিচালক হিসেবে বলিউডে কেরিয়ার শুরু করেন 'মাই নেম ইজ খান' ছবিতে কর্ণ জোহরের সহকারী হিসেবে কাজ করেন বরুণ জানা যায়, 'বদলাপুর' ছবির শ্যুটিংয়ের সময় থেকে লাইফস্টাইল বদলে ফেলেন বরুণ, একা থাকতে শুরু করেন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়াতে যাওয়া বন্ধ করে দেন, এমন পরিবর্তন দেখে চিন্তায় পড়ে যান অভিনেতার মা সামনেই একাধিক ছবিতে দেখা যেতে চলেছে বরুণ ধবনকে 'যুগ যুগ জিও', 'বাওয়াল', 'ভেড়িয়া', এবং আরও বেশ কিছু ছবিতে তাঁকে দেখা যেতে চলেছে