অভিনেতা হওয়ার চেয়ে তারকা হওয়ার আশা তাতে ভর করেই মায়ানগরীতে পা রাখেন কতশত প্রতিভা বরুণ ধওয়ান এবং কৃতী স্যাননও তাঁর মধ্যেই পড়েন সাফল্য পেয়েছেন দুই তারকাই, নাম-পরিচিতিও হয়েছে কিন্তু সু-অভিনেতা হয়ে ওঠা হয়নি এখনও তাই শুধু সুন্দর মুখের জয়ে বসে নেই কোনও তারকাই 'ভেড়িয়া' নিয়ে আসছেন বরুণ এবং কৃতী এর আগেও 'দিলওয়ালে' ছবিতে জুটি বেঁধেছিলেন তবে শাহরুখ খান এবং কাজলই ছিলেন আকর্ষণ এ বার একেবারে মুখ্য ভূমিকায় বরুণ এবং কৃতী