শাহরুখ-কাজলের 'দিলওয়ালে' ছবিতে তাঁদের প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল। বরুণ ধবন ও কৃতি শ্যানন। প্রথম ছবিতে শাহরুখ-কাজল জুটির পাশেও নিজেদের স্থান স্পষ্ট করেছিলেন তাঁরা। এবার ফের একবার তাঁদের একসঙ্গে দেখা যাবে। মুক্তির অপেক্ষায় 'ভেড়িয়া'। সোমবার বাইকে চড়ে অভিনব প্রচারে দেখা গেল তারকা জুটি বরুণ-কৃতিকে। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে 'ভেড়িয়া'। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রথম গান 'ঠুমকেশ্বরী'। গানে এক ঝলক দেখা মিলেছে শ্রদ্ধা কপূরের। 'ভেড়িয়া' ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন অমর কৌশিক। এই ছবির গল্প অরুণাচল প্রদেশের লোকগল্প অনুপ্রাণিত, যেখানে ছবিটির শ্যুটিংও করা হয়েছে। এই ছবির হাত ধরে দ্বিতীয়বার বড়পর্দায় জুটি বাঁধছেন বরুণ ধবন ও কৃতী শ্যানন। 'দিলওয়ালে' ছাড়া বরুণ ধবনের 'কলঙ্ক' ছবিতেও দেখা গিয়েছিল কৃতীকে।