নতুন বছরে সংসারে সুখ শান্তি ফেরাতে চান? তবে বাড়িতে নিয়ে আসুন বেশ কয়েক জিনিস দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই ব্যবস্থা নিন বাস্তু মতে এর ফলে উন্নতি, আয়বৃদ্ধি হতে পারে বাড়িতে এই উইন্ডচাইম বসাতে পারেন বাস্তু মতে ঘর থেকে নেতিবাচক শক্তিতে বের করে দেয় আয়না উন্নতির প্রতীক, দ্বিগুণ উপকার পাওয়া যায় আয়না লাগালে আয় দ্রুত বাড়ে এমনটাই বিশ্বাস লাফিং বুদ্ধকে সুখ এবং সমৃদ্ধির ধন হিসাবে বিবেচনা করা হয় ড্রয়িং রুমে মূল দরজার দিকে রাখুন মাছকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় অ্যাকোয়ারিয়াম উত্তর দিকে বসালে বাড়িতে সমৃদ্ধি বাড়তে পারে বাঁশ গাছকে সমৃদ্ধি ও দীর্ঘ জীবনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় অশুভ প্রভাব দূর হয়, সম্পদ আকর্ষণ করে