বেল পাতা ভগবান শিবের খুব প্রিয়। শিবলিঙ্গে অর্পণ করার আগে মনে রাখবেন...



বেলপত্রের তিনটি পাতাই যেন সম্পূর্ণ হয় এবং ভেঙে না যায়।



এর মসৃণ অংশ যেন শিবলিঙ্গ স্পর্শ করে। সঙ্গে চাই কিছু ফুল।



নীল কমলকেও ভগবান শিবের প্রিয় ফুল বলে মনে করা হয়। নীল অপরাজিতাও।



ফুলের মধ্যে ধুতুরা, অপরাজিতা, জুঁই, নাগ কেশর, আকন্দ ইত্যাদি ফুল নিবেদন করা যেতে পারে।



ফুল টাটকা হওয়া উচিত এবং বাসি নয়। তবে বেলপাতা দিতে হবেই।



যে ফুলগুলি নিষিদ্ধ তা হল- কদম্ব, কেভদা, কেতকী। সঙ্গে নিবেদন করুন গোটা ফল।



ভগবান শিবের পুজোয় ভুল করেও ভাঙা চাল দেওয়া উচিত নয়।



পুজো করার সময় শঙ্খ থেকে জল দেওয়া উচিত নয়।



শিবের উপাসনায় তুলসীর ব্যবহার নিষিদ্ধ। পুজোয় তিল দেওয়া হয় না।



Thanks for Reading. UP NEXT

দুর্বল গ্রহে চাকরিতে আটকে উন্নতি! এই নিয়মে করুন সমাধান

View next story