বাড়িঘর সাফ রাখা অত্যন্ত প্রয়োজনীয়। আর সেই কাজের জন্য দরকার ঝাঁটা। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাঁটা ঘরে খুশি ও উন্নতি আনতে পারে। কিন্তু সেটা নির্ভর করে ঝাঁটা কীভাবে রাখা হচ্ছে তার উপর। ঝাড়ু ব্যবহার ও ঝাড়ু রাখার জায়গা নিয়ে ঠিক কী কী বলে বাস্তুশাস্ত্র? বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঝাঁটা দাঁড় করিয়ে রাখলে তা বাড়িতে অভাব আনে বলে বিশ্বাস। মাটিতে শুয়ে রাখতে বলা হয় ঝাঁটাকে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে মুখ করে শুইয়ে রাখতে হবে ঝাঁটা। বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর-পূর্ব দিকে ঝাঁটা রাখা যাবে না। রান্নাঘরেও রাখা যাবে না ঝাঁটা। যদি ঝাঁটা পুরনো হয়ে যায়, সেটা পাল্টাতে হয়, তাহলে সেটা শনিবার পাল্টাতে হবে। গ্রহণের পরে ঝাঁটা বদলাতে হবে। রান্নার জায়গায় বা তার আশেপাশে ঝাঁটা রাখা যাবে না। সূর্যাস্তের পরে ঘরে ঝাড়ু ব্যবহার করে সাফাই করা উচিত নয়। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে দেওয়া। এবিপি লাইভ এই ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না।