বাস্তু মেনে দোকান বানালে অর্থভাগ্য দোকান ঘরেরও গুরুত্ব রয়েছে বাস্তুশাস্ত্র না মানলে ব্যক্তির ভাগ্যে বাধা সৃষ্টি করতে পারে এমনটাই বলে থাকেন বিশেষজ্ঞরা উত্তর-পূর্ব কোণে টেবিল না রাখাই উচিত প্রবেশদ্বার উত্তর-পশ্চিম দিকে রাখা উচিত নয় দক্ষিণ বা পশ্চিম দিকে বসতে হবে এই নিয়ম না কি দোকানের জন্য শুভ দোকান যদি পশ্চিম দিকে হয় তাহলে উত্তর-পূর্ব দিকে বসবেন না এই বাস্তু নিয়ম এই দোকানের জন্য প্রযোজ্য