আইপিএলের সময় তাঁদের সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছিল যে, মাঠে সৌজন্য দেখানোর পথেও হাঁটেননি



আইপিএলে ম্যাচের শেষে করমর্দন করেননি বিরাট কোহলি ও নবীন উল হক



মাঠে যাঁদের হাতাহাতি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল



আইপিএলে কোহলি খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে



নবীন খেলেন লখনউ সুপার জায়ান্টসে



নবীনের পক্ষ নিয়ে কোহলির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন গৌতম গম্ভীরও



সেই ঘটনার পর থেকে মাঠে নবীনকে তো বটেই, এমনকী গম্ভীরকে দেখলেও কোহলি ভক্তরা বিদ্রুপ করতে ছাড়েন না



ছবিটা একই ছিল বুধবার রাজধানী নয়াদিল্লিতে ভারত-আফগানিস্তান বিশ্বকাপের ম্যাচেও



তবে ম্যাচের শেষে হাত মিলিয়েছেন কোহলি ও নবীন



কোহলির উচ্ছ্বসিত প্রশংসা করে নবীন জানিয়েছেন, সংঘাত শেষ