আইসিসি ফাইনালে মাত্র দুই ইনিংসে ১৭২ রান করেছেন গম্ভীর আইসিসি ফাইনালে তিন ইনিংসে কিংবদন্তি ভিভ রিচার্ডসের সংগ্রহ ১৭৬ রান বিরাট কোহলি আইসিসি ফাইনালে ছয় ইনিংসে ২১৭ রান করেছেন তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই তাঁর সামনে তালিকার শীর্ষে আসার হাতছানি রয়েছে শীর্ষে পৌঁছতে বিরাটকে আরও ১০৪ রান যোগ করতে হবে পাঁচ আইসিসি ফাইনালে ২২৭ রান করেছেন কেন উইলিয়ামসন কিংবদন্তি পন্টিংয়ের ছয় ইনিংসে সংগ্রহ ২৪৭ রান তাঁর দীর্ঘদিনের সতীর্থ গিলক্রিস্ট চারটি ফাইনাল খেলে ২৬২ রান করেছেন আইসিসি ফাইনালে সাত ম্যাচে ২৭০ রান করেছেন জয়বর্ধনে সাতটি আইসিসি ফাইনালে ৩২০ রান করে তালিকার শীর্ষে সাঙ্গাকারা