প্রথম ওয়ান ডেতে না খেললেও, দ্বিতীয় ম্যাচে ফিরছেন রোহিত রোহিতের সঙ্গে গিলকে ওপেন করতে দেখা যেতে পারে বিরাট কোহলির খেলা নিয়ে কোনও প্রশ্নচিহ্ন নেই ঈশানকে বাদ দিয়ে মিডল অর্ডারে খেলবেন সূর্যই সম্ভবত পাঁচ নম্বরে রাহুলের জায়গা বিশ্বকাপের জন্যও কার্যত পাকা অধিনায়কত্ব না করলেও, খেলোয়াড় হার্দিক একাদশে থাকবেনই গত ম্যাচের সেরা রবীন্দ্র জাডেজার খেলা নিয়েও কার্যত কোনও সন্দেহ নেই অলরাউন্ডার হিসাবে দলকে ভারসাম্য দেবেন শার্দুল বিশেষজ্ঞ স্পিনার হিসাবে কুলদীপ আর চাহালের মধ্যে লড়াই এই ভারতীয় বোলিং আক্রমণের নেতা শামি শামি ও ইনফর্ম সিরাজই সম্ভবত বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসাবে সুযোগ পাবেন