ওভালের ফাইনালে বিরাট কোহলির দিকে নজর থাকবেই

আর কোহলির মাঠে নামা মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা

নিজের ফর্ম ধরে রাখলে একাধিক রেকর্ড গড়তে পারেন তিনি

ওভালে ১১২ রান করলেই তিনি আইসিসির নক আউটে সর্বোচ্চ রানসংগ্রাহক হবে

লায়নের বিরুদ্ধে ৬০ রান করলে, টেস্টে এক বোলারের বিরুদ্ধে সর্বাধিক রান হবে কোহলির

আর ৭২ রান করলেই বিরাট ইংল্যান্ডে সর্বাধিক রান করা ভারতীয় হয়ে যাবেন

সৌরভ শেষ ভারতীয় হিসাবে কোনও আইসিস ফাইনালে শতরান করেছিলেন

কোহলির সামনে ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ রয়েছে

শতরান করলেই বিরাট কিন্তু দ্রুততম ব্যাটার হিসাবে ৭৬টি আন্তর্জাতিক শতরানের রেকর্ডও গড়বেন

এবার দেখার তিনি সমর্থকদের প্রত্য়াশাপূরণ করতে পারেন কি না