৫০ ওভারের বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও, তাও সংশয়ে একাদশে জায়গা পাওয়া



বিরাট কোহলির আন্তর্জাতিক টি-টোয়েন্টি ভবিষ্যৎ ঘিরে প্রশ্নচিহ্ন



২০২৪ সালের বিশ্বকাপে কোহলিকে দলে নিতে আগ্রহী নন নির্বাচকরা



রোহিত, বিরাট কেউই বছরখানেক ধরে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেননি



তবে দ্রাবিড়, রোহিতের সঙ্গে বৈঠকে জানানো হয়েছে রোহিতকে চাইলেও, টি-টোয়েন্টি পরিকল্পনায় নেই বিরাট



এক বিসিসিআই আধিকারিকের দাবি কোহলির বদলে নির্বাচকদের পছন্দ কিষাণ



নির্বাচকরা তিন নম্বরে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে সক্ষম একজনকে চাইছেন



এক্ষেত্রে কোহলির আইপিএল ফর্ম গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে দাবি তাঁর



তবে আইপিএলে ওপেন করেন কোহলি এবং ওপেনিংয়ে ভারতীয় দল কোনও জায়গা ফাঁকা নেই



সেই কারণেই কোহলির আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ার ঘিরে তৈরি হচ্ছে সংশয়