১০ বছর অবধি ক্রিকেটই খেলেননি, সেই মিতালিই সর্বকালের সেরা মহিলা ক্রিকেটার হয়ে উঠেন



মিতালির মা লীলা রাজ তাঁর মতোই মেয়েকে ভরতনাট্যম শিল্পী তৈরি করতে চেয়েছিলেন



তবে মিতালির বাবার স্বপ্ন ছিল ভিন্ন, অফিসে যাওয়ার তিনি মেয়েকে ক্রিকেট কোচিংয়ে নিয়ে যেতেন



মাত্র ১৭ বছর বয়সেই ১৯৯৯ সালে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটান মিতালি



২২ বছর ২৭৪ দিনের মিতালির কেরিয়ার ওয়ান ডে ক্রিকেটে দীর্ঘতম



ওয়ান ডেতে সর্বাধিক ১৫৫ ম্যাচ অধিনায়কত্ব করার কৃতিত্বও মিতালির দখলে



ওয়ান ডে ক্রিকেট তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটে তিনিই সর্বকালের সর্বাধিক রানসংগ্রাহক



মাত্র ১৯ বছর ২৫৪ দিনে টেস্টে কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান হাঁকান মিতালি



এক ইনিংসে তাঁর করা ২১৪ রানও লাল বলের ক্রিকেটে মহিলা ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ রানের ইনিংস



ভরতনাট্যম শিল্পী থেকে ক্রিকেটার হয়ে উঠার মিতালির সফরটা সকলকেই অনুপ্রেরণা জোগাবে