কালীপুজোর আগে শেষমেশ বর্ষা বিদায় নিতে চলেছে।
জুন মাসের শুরুতে এ রাজ্যে বর্ষার প্রবেশ। পুজোতেও তাড়া করেছে বৃষ্টি।
উত্তর আন্দামান সাগরে ১৮ অক্টোবর তৈরি হবে ঘূর্ণাবর্ত, জানিয়েছে আবহাওয়া দফতর।
এর জেরে বৃষ্টির সম্ভাবনা।
২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে বর্ষা।
এই ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে।
তারপর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের জেরে।
২০ অক্টোবর নাগাদ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে।
তারপর টানা ধারাপাত হতে পারে।
আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে বর্ষা।