আসানসোল এপিসি গার্ডেন দুর্গাপুজো কমিটির পুজোতে এবার অভিনব উদ্যোগ যেখানে থিমের নাম দেওয়া হয়েছে রক্তকরবী রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের নাম থেকে এই থিম এমনটাই জানিয়েছেন এই পুজোর শিল্পকলা যার হাতে তৈরি সেই শিল্পী রাতুল মন্ডল মানুষের জীবনের স্বাভাবিকতাকে সমাজ যখন ভিন্ন দৃষ্টিতে দেখে তারই একটি প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেমন মেয়েদের ঋতুচক্র চলকালীন সমাজের চোখে তখন তাঁদের ভিন্ন চোখে দেখা হয়ে থাকে পাশাপাশি কন্যা ভ্রূণ হত্যার বিষয়টিও এই মন্ডপে তুলে ধরা হয়েছে