দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। দেশের প্রথম আদিবাসী ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি ২৫ জুলাই তিনি শপথ নেবেন। কী কী সুবিধা পাবেন তিনি ? রাষ্ট্রপতির বিশেষ গাড়ি (কাস্টম বিল্ট মার্সিডিজ বেঞ্চ এস৬০০)। বিমানে ও ট্রেনে সঙ্গী-সহ বিনামূল্যে যাতায়াত। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সহ নিরাপত্তা ব্যবস্থা। বিনামূল্যে দুটি ল্যান্ডলাইন ও একটি মোবাইল ফোন। রাষ্ট্রপতি ভবনের কর্মচারীদের বেতনের জন্যও বরাদ্দ থাকে বড় অঙ্কের অর্থ। রাইসিনা হিলসে বিনামূল্যে থাকার ব্যবস্থা। মাসিক ৫ লক্ষ টাকা বেতন (করমুক্ত)। অবসরের পর পেনশন হিসেবে মাসিক দেড় লক্ষ টাকা।