আরসিবিকে ৫৪ রানে হারিয়ে দিল পাঞ্জাব কিংস বিধ্বংসী ফর্মে থাকা দীনেশ কার্তিককে রান করতে দিলেন না অর্শদীপ সিংহ পাঞ্জাবের জয়ের ভিত গড়ে দিয়েছিল লিভিংস্টোনের ঝোড়ো অর্ধশতরান আরসিবি শিবিরের মিডল অর্ডারের ২ টো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন ঋষি ধবন ওপেনিংয়ে নেমে ২৯ বলে ৬৬ রানের ইনিংস খেললেন পাঞ্জাবের জনি বেয়ারস্টো শুরুটা দারুণ করেও রাবাডার বলে ২০ রান করে ক্যাচ আউট হলেন বিরাট কোহলি দুরন্ত রাবাডা ৪ ওভারে ২১ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট আরসিবির মিডল অর্ডারে ম্যাক্সওয়েল-পাতিদারের লড়াই বিফলে ২২ বলে ৩৫ রানের ইনিংস খেললেও আরসিবিকে জয় এনে দিতে পারলেন না ম্যাক্সওয়েল পাঞ্জাব ১২ ম্যাচে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে, প্লে অফের দৌড়েও অনেক এগিয়ে তারা