চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে মহম্মদ শামি ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে তিনি মাঠের বাইরেও লড়তে হচ্ছে তাঁকে, স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন ২০১৪ সালে বিয়ে, ২০১৮ সালে শামির বিরুদ্ধে এফআইয়ার দায়ের হাসিনের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও এনেছিলেন হাসিন শামির বিরুদ্ধে ২০১৯ সালে আলিপুর আদালত শামির বিরুদ্ধে শর্তসাপেক্ষে গ্রেফতারি পরোয়ানা জারি করে শামির দাদার বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ এনেছিলেন তাঁর স্ত্রী শামি এক পাকিস্তানি মডেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন, এমন অভিযোগও ছিল হাসিনের তবে মাঠের লড়াইয়ে এখনও পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে তারকা পেসার চলতি বিশ্বকাপে তিন ম্যাচে পাঁচটি করে উইকেট নেওয়ার কৃতিত্ব ও বিশ্বরেকর্ডও গড়েছেন শামি