লাল, কমলা বা সোনালি, এর কোনটিই সূর্যের প্রকৃত রঙ নয় ফলে সূর্যের আসল রঙ কোনটি তা নিয়ে ধোঁয়াশা রয়েছে অনেকের মনেই মহাকাশ থেকে সূর্যের যে রূপ দেখা যায় সেখানে কোন রঙ থাকে না সূর্যের রঙ সাদাই পৃথিবীর বায়ুমণ্ডলের জন্য লাল-হলুদ রঙ দেখা যায় কমলা এবং লাল রশ্মিই আমাদের চোখে আগে ধরা পড়ে আলোকতরঙ্গ যেভাবে বায়ুমন্ডলে প্রবেশ করে সেই রঙই দেখা যায় আকাশে সাদা রঙের মধ্যেই যেহেতু সব রঙ থাকে তাই সেটি ভেঙে ভিন্ন রঙ দেখায়