কনট্যাক্ট লেন্স পরেন দীর্ঘদিন?

সাবধান ! ভোগাতে পারে এই সমস্যাগুলি

চোখ দিয়ে অনবরত জল পড়া, চোখ চুলকানো ?

লেন্স ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন

চোখ শুকিয়ে যেতে পারে

লুব্রিকেটিং ড্রপ ব্যবহার করতে হবে

হতে পারে জায়ান্ট প্যাপিলারি কনজাংটিভাইটিস

এতে চোখ কুট কুট করে

জায়ান্ট প্যাপিলারি কনজাংটিভাইটিস

ড্রপ ব্যবহার ও ওষুধেই সারবে

corneal abrasion বা চোখের উপরের লেয়ার ছড়ে যেতে পারে

ড্রপের ব্যবহারে সেরে যায়

আলোর দিকে তাকাতেই অসুবিধা হতে পারে

কিছুদিন লেন্স ব্যবহারে বিরতি দিলেই সমস্যা কমতে পারে

কর্নিয়াল আলসার হলে একটু বেশি চিন্তার

ওষুধে কাজ না হলে অস্ত্রোপচারও করতে হতে পারে

অবশ্যই পরতে পারেন কনট্যাক্ট লেন্স

তবে কতক্ষণ পরছেন, সেই বুঝে সঠিক লেন্স বাছতে হবে

কেসের জল রোজ বদলাতে হবে

কনট্যাক্ট লেন্স ব্যবহার কয়েকদিন না করলেও