বহুতল ভবনে অফিস কিংবা বাড়ি, সিঁড়ি দিয়ে উঠতে পরিশ্রমের সঙ্গে যায় বাড়তি সময় সবমিলে সর্বোত্তম বিকল্প হলো লিফট কিন্তু লিফটে আটকে গেলে কী করবেন? প্রথমেই মাথা শান্ত এবং স্থির রাখা জরুরি লিফট চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেলে আলো নিভে যায় ভয় না পেয়ে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে নিন লিফট আদৌ কোনো সমতলে আছে কি-না সেটা নিশ্চিত হয়ে তবেই নামুন লিফটের দরজা যদি খোলা সম্ভব না হয় তাহলে দরজার পাশে থাকা অ্যালার্ম একবার বাজিয়ে দেখুন আজকাল সব লিফটেই “এআরডি” (অটোমেটিক রেসকিউ সার্ভিস) থাকে এমন সুবিধা থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন প্রায় সব লিফটেই ইন্টারকম অথবা স্পিকার থাকে সেক্ষেত্রে আটকে পড়লে বাইরে কারও সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন