কারও ছকে শনি অশুভ ভাবে অবস্থান করলে নেমে আসে ঘোর অন্ধকার। শনির দশা চললে কয়েকটি উপায় নিলে গ্রহদেবতা অপেক্ষাকৃত প্রসন্ন হন। শনির সাড়ে সাতি থেকেও বাঁচার উপায় আছে। শনিবার স্নান করার পর নিয়ম করে শনিদেবের পুজো করুন। বিশ্বাস করা হয় যে শনিদেব হনুমানজির ভক্তদের কখনও কষ্ট দেন না। শিবস্ত্রোত্র পাঠ করলেও শনি তুষ্ট হন। শনিবার নিরামিষ খাওয়া দরকার। গরিব মানুষকে দান করা দরকার। মিথ্যাচার ও প্রতারণাকে ঘৃণা করেন শনি। মানুষের সঙ্গে ছলনা করবেন না। কাক, কালো কুকুর, কালো জীবজন্তু, মোষ শনিদেবের খুব প্রিয়। এঁদেরে খেতে দিন। নীলাঞ্জন চয় প্রখ্যাং রবিসূত মহাগ্রহম - এই মন্ত্র জপ করুন।