ভারতে বহু বাড়িতে ময়ূরের পালক বা ছবি রাখা হয়। শুভ প্রভাব রয়েছে এমনটাই বিশ্বাস।
Image Source: Pexels, Pixabay
ঘরে বা কাজের ডেস্কে ময়ূরের পালক বা ময়ূরের প্রতীক বা ছবি রাখলে তা ইতিবাচক প্রভাব ফেলে জীবনে
Image Source: Pexels, Pixabay
ঘরে বা কাজের ডেস্কে ময়ূরের পালক বা ময়ূরের প্রতীক বা ছবি রাখলে তা ইতিবাচক প্রভাব ফেলে জীবনে
Image Source: Pexels, Pixabay
বাড়ির দক্ষিণ দিকে ময়ূরের ছবি রাখা হলে অর্থের জোগান অটুট থাকে।
Image Source: Pexels, Pixabay
বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে ময়ূরের ছবি রাখলে তা আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করে।
Image Source: Pexels, Pixabay
বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে জোড়া ময়ূরের ছবি সোনালি ফ্রেমে রাখলে দাম্পত্য জীবনে উন্নতি হবে।
Image Source: Pexels, Pixabay
বাড়ি বা অফিসে উত্তর-পশ্চিম দিকে নৃত্যরত ময়ূরের ছবি রাখলে পেশাগত ক্ষেত্রে উন্নতি
Image Source: Pexels, Pixabay
কর্মক্ষেত্রে উত্তর দিকে ময়ূরের ছবি রাখলে ব্যবসায় আরও ভাল সুযোগ আসবে।
Image Source: Pexels, Pixabay
বাস্তুশাস্ত্র অনুযায়ী পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির জন্য পশ্চিম দিকে সোনালি ফ্রেমে ময়ূরের ছবি রাখা হয়
Image Source: Pexels, Pixabay
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না।