অভাব ছিল নিত্যসঙ্গী ছোটবেলার জঙ্গলে যেতেন কাঠ সংগ্রহে গকাছ চাপা মরে মারাই যেতেন একদিন, অল্পের জন্য রক্ষা পান জীবিকা নির্বাহের জন্য নির্মাণকর্মী হিসাবেও কাজ করেছেন গত বছর পর্যন্ত ছিলেন নিরাপত্তাকর্মী সেই চাকরি ছেড়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন নেটে নজর কেড়ে সুযোগ পান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা ওয়ারিয়র্সে জাতীয় দলে সুযোগ পেয়েই শিরোনামে ভাঙা আঙুল নিয়ে বল করে ৭ উইকেট নিলেন, গাব্বায় অস্ট্রেলিয়াকে হারাল ওয়েস্ট ইন্ডিজ় (ছবি - WI)