হায়দরাবাদ টেস্ট জমিয়ে দিয়েছেন অলি পোপ ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন ইংরেজ তরুণ প্রথম ইনিংসে মাত্র ১ রান করে ফিরেছিলেন ১১ বল খেলে রবীন্দ্র জাডেজার শিকার হন তিনি সেই আক্ষেপ সুদে আসলে যেন মিটিয়ে নিলেন দ্বিতীয় ইনিংসে ২০৮ বলে ১৪৮ রান করে ক্রিজে রয়েছেন পোপ ২০১৮ সালের পর থেকে এই নিয়ে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে দুটি মাত্র সেঞ্চুরি হল ২০২২ সালে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে ২০১২ সালের পর থেকে সফরকারী দলের কোনও ব্যাটার দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধে এত বড় ইনিংস খেলেননি ২০১২ সালে আমদাবাদে অ্যালেস্টেয়ার কুক করেছিলেন ১৭৬, সেই রেকর্ড ভেঙে দেবেন পোপ?