১১ অগাস্ট বিয়ে করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কলেজ জীবনের প্রেম পেল পরিণতি। সাড়ে ৮ বছর ধরে শেখ রেজওয়ানের সঙ্গে ছিলেন সম্পর্কে। কোনওদিন প্রকাশ্যে আনেননি প্রেমিকের নাম। বিয়ে সেরে একেবারে মন উজাড় করে ভালবাসা জানালেন সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তাসনিয়া। ওপার বাংলার পাশাপাশি কাজ করেছেন এপার বাংলার ছবিতেও। বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সিরিজ 'কারাগার'-এ নজর কেড়েছিলেন তাসনিয়া। চলতি বছরেই মুক্তি পায় সুমন ঘোষ পরিচালিত 'আরো এক পৃথিবী'। সেই ছবিতেও অভিনয় করেন তাসনিয়া। ভারতে আসেন প্রচারে। ২০১৭ সালে ছোটপর্দায় অভিনয় করেই হাতেখড়ি অভিনেত্রীর। প্রথম কাজ 'আমরা আবার ফিরব কবে'। শোনা যায়, তাসনিয়া অভিনয় শুরু করেছিলেন তাঁর মায়ের ইচ্ছায়। ২০১৮ সালে মাশরফ মোর্তাজার সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেন। কাজ করেছেন একগুচ্ছ নাটক, ওয়েব সিরিজ, সিনেমা, মিউজিক ভিডিওয়। 'লেডিস অ্যান্ড জেন্টলমেন' ও 'তিথির অসুখ'-এর জন্য পেয়েছেন একাধিক পুরস্কার। ছোটবেলা থেকে অভিনেত্রী নয়, তাসনিয়া ফারিণ বড় হয়ে গায়িকা হতে চেয়েছিলেন। তবে এখন তাঁর অভিনয়ের অনুরাগী বিপুল।