ক্রিকেটমহলে জোর গুঞ্জন, গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন হার্দিক পাণ্ড্য। যে জল্পনা সত্যি হলে তৈরি হবে নতুন সম্ভাবনা। আইপিএল খেতাবজয়ী গুজরাত ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধিনায়ক কে ? দৌড়ে এগিয়ে শুভমন গিল। ভারতীয় ক্রিকেটের নেক্সট বিগ থিংগ বলা হচ্ছে এই ব্যাটারকে। গুজরাত শিবিরের টপ অর্ডারে দুরন্ত সাফল্য ও ভবিষ্যতের নেতা হওয়ার যাবতীয় রসদ মজুত শুভমনের মধ্যে। শুভমনের সঙ্গে জল্পনায় প্রবলভাবে রয়েছেন কেন উইলিয়ামসনও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইপিএলে অধিনায়কত্ব, সবই রয়েছে নিউজিল্যান্ডের ব্যাটারের। দৌড়ে রয়েছেন অলরাউন্ডার রশিদ খানও। টি ২০ ক্রিকেটে অভিজ্ঞতা থেকে অধিনায়কত্বের অভিজ্ঞতা, সবই রয়েছে আফগান ক্রিকেটারের। হালকা হলেও ঘুরে-ফিরে আসছে মহম্মদ শামির নামও। হার্দিক যদি সত্যিই শেষপর্যন্ত গুজরাত ছাড়েন, সেক্ষেত্রে দৌড়ে অবশ্য সবথেকে এগিয়ে শুভমনই।