প্রথম উড়ান ২০০১ সালে, ১৫ বছর পর অন্তর্ভুক্তি বায়ুসেনায়
দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের যুদ্ধবিমান তেজস
এখন অন্য দেশেরও প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে
ভারতের থেকে ১৮টি তেজস কিনতে চায় মালয়েশিয়া
সংসদে সকলের সামনে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার
এ ছাড়াও তেজস কিনতে আগ্রহী আমেরিকা, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স
হালাক ওজনের যুদ্ধবিমান, যুদ্ধের ময়দানে তুখোড়
দূর থেকেই গুঁড়িয়ে দিতে পারে শত্রুপক্ষের বিমান
শত্রুপক্ষের রেডার ফাঁকি দিতেও সিদ্ধহস্ত তেজস
আট টন পর্যন্ত ওজন বইতে পারে, তেজস অত্যন্ত দ্রুতগামীও