লোভনীয় অফার নিয়ে হাজির এমন একজন, যাঁর সঙ্গে ভ্রমণ সংক্রান্ত ব্যবসার কোনও সম্পর্ক ছিল না

বরং দুনিয়া তাঁকে চেনে ২০১১ সালে ভারতের ওয়ান ডে বিশ্বকাপ জয়ের নায়ক হিসাবে

স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয় ছক্কা মারার জন্য ক্রিকেটবিশ্ব আজও তাঁকে কুর্নিশ করে

তিনি, যুবরাজ সিংহ (Yuvraj Singh)। গোয়ায় তাঁর বাড়ি 'কাসা সিংহ' তিনি এবার পর্যটকদের জন্য খুলে দিলেন

ঝাঁ চকচকে ঘরদোর। বিলাসবহুল শয়নকক্ষ। স্যুইমিং পুলের নীল জল। ওপেন টেরেস। সামনে দিগন্তবিস্তৃত সমুদ্র

কোনও পাঁচতারা হোটেলের চেয়ে কোনও অংশে কম নয়

এইরকম অভিজাত বাংলোয় যদি এক রাত কাটানোর খরচ হয় মাত্র ১২১২ টাকা, তাহলে উৎসুক হয়ে উঠবেন যে কেউই

একটি পর্যটন সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন যুবি

যুবরাজ জানিয়েছেন, বাংলোয় চেক ইন করার পর তাঁর সঙ্গে ভার্চুয়ালি দেখাও করতে পারবেন ভ্রমণপিপাসুরা

২৮ সেপ্টেম্বর দুপুর একটা থেকে airbnb.com/yuvrajsingh - এ শুরু হচ্ছে বুকিং