শীতকাল পড়লেই মানুষের মতো কুকুরদেরও

ঠান্ডা লাগা এবং আরও নানা সমস্যা দেখা দেয়

অনেকে ভাবেন, কুকুরের গায়ে লোম থাকে বলে ঠান্ডা লাগে না

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধারণা একেবারেই সঠিক নয়

কারও লোম পাতলা হয়, কারও ঘন

যদি সারমেয়কে বাড়ির বাইরে নিয়ে যেতে হয়

তাহলে অবশ্যই সোয়েটার পরিয়ে নিয়ে যাওয়া দরকার

কুকুরকে শীতকালে খুব সকালে কিংবা সন্ধেবেলা

হাঁটতে নিয়ে যাওয়া উচিৎ নয়

শীতকালে সঠিক বিছানার প্রয়োজন

সারমেয়র ত্বকও আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শুষ্ক হয়

এক্ষেত্রে নারকেল তেল ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

ঠান্ডার আবহাওয়ায় সারমেয়রাও অলসভাবে দেখাতে পারে

কিন্তু এই সময়ে ওদের শরীরচর্চা করারও প্রয়োজন

শীতকালে প্রচুর জল খাওয়া প্রয়োজন

শীতকালে নানা অ্যালার্জির সমস্যা দেখা দেয়

বাইরে বেরলে থাবা সঠিকভাবে পরিস্কার করতে ভুলবেন না