Image Source: Pexels

আজ ৮ অগস্ট বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক বিড়াল দিবস।

Image Source: Pexels

মার্জার প্রজাতির জন্য যে এই বিশেষ দিন রয়েছে তা হয়তো জানেন না অনেকেই।

Image Source: Pexels

যাঁরা বাড়িতে বিড়াল পোষেন তাঁদের জন্য রইল সহজ কয়েকটি টিপস।

Image Source: Pexels

এইসব নিয়ম মেনে চললে আপনি এবং আপনার পোষ্য বিড়াল, দু'জনেই ভাল থাকবেন।

Image Source: Pexels

বিড়ালের খাওয়া-দাওয়ার দিকে বিশেষ নজর দিন। সম্ভব হলে মুখরোচক কিছু বানিয়ে দিন।

Image Source: Pexels

পরিষ্কার জায়গায় বিড়ালকে রাখা, ভাল জায়গায় ঘুমোতে দেওয়া প্রয়োজন।

Image Source: Pexels

নিয়মিত ভাবে বিড়ালের গায়ের লোম, নখ ইত্যাদি পরিষ্কার রাখতে হবে।

Image Source: Pexels

বিড়াল জলে ভয় পায়। তা বলে স্নান করাবেন না তা কিন্তু নয়। কৌশলে বিড়ালকে স্নান করাতে হবে।

Image Source: Pexels

গায়ের লোম পরিপাটি করে আঁচড়ে, নখ কেটে দেওয়ায় দরকার।

Image Source: Pexels

বিড়াল পুষতে হলে পোষ্যের যত্ন নেওয়া, সঠিক দেখভাল করা খুবই প্রয়োজন।