৩৫ তম জন্মদিনের মঞ্চে নজিরগড়া শতরান। কলকাতায় বিরাট কোহলি ছুঁয়েছেন সচিন তেন্ডুলকারকে।

বিরাট ছাড়া একদিনের আন্তর্জাতিকে নিজের জন্মদিনে শতরান হাঁকানোর অনন্য নজির রয়েছে আর কোন কোন ক্রিকেটারের ?

১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শারজায় ২৫ তম জন্মদিনে শতরান রয়েছে সচিন তেন্ডুলকারের (১৩৪)।

বিনোদ কাম্বলি। ১৯৯৩ সালে নিজের ২১ তম জন্মদিনে ওডিআই শতরান হাঁকান। ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ১০০ রান।

২০০৮ সালে ৩৯ তম জন্মদিনে ভারতের বিরুদ্ধে শতরান হাঁকান সনৎ জয়সূর্য (১৩০)।

২৭ তম জন্মদিনে রস টেলর (অপরাজিত ১৩১) হাঁকিয়েছিলেন শতরান । পাকিস্তানের বিরুদ্ধে। পাল্লিকেলেতে। ২০১১ সালে।

নিউজিল্যান্ডের টম ল্যাথামও রয়েছেন তালিকায়। ২০২২ সালে নিজের ৩০ তম জন্মদিনের মঞ্চে তিনি হাঁকিয়েছিলেন সেঞ্চুরি।

মিচেল মার্শ (১২১)। পাকিস্তানের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে নিজের ৩২ তম জন্মদিনে শতরান হাঁকান অজি ব্যাটার।

কোহলি, মার্শ ও টেলর বিশ্বকাপের মঞ্চে জন্মদিনে শতরান হাঁকানোর অনন্য নজির গড়েছেন।

একদিনের ক্রিকেটে সর্বাধিক শতরানের যুগ্ম মালিক বিরাটের কাছে বিশ্বকাপের মঞ্চেই সুযোগ সচিনকে ছাপিয়ে যাওয়ার।